Study in kyrgyzstan

MBBS BDS

কিরগিজস্তান

মধ্য এশিয়ার পূর্বভাগের স্থলবেষ্টিত রাষ্ট্র কিরগিজস্তান। উত্তরে কাজাখস্তান, পূর্বে চীন, দক্ষিণে চীন ও তাজাকিস্তান এবং পশ্চিমে উজবেকিস্তান। উনিশ শতকের শেষের দিকে কিরগিজস্তান রুশ সাম্রাজ্যের অন্তর্গত হয়। ১৯৯১ সালে দেশটি স্বাধীনতা লাভ করে এবং ১৯৯৩ সালে নতুন সংবিধান পাস করে। দেশটির ৮০ শতাংশ মানুষ ইসলাম ধর্মে বিশ্বাসী। প্রাকৃতিকভাবে সৌন্দর্যমন্ডিত। কিরগিজস্থানকে সুইজারল্যান্ড অব এশিয়া বলা হয়। দেশটির আয়তন এক লাখ ৯৯ হাজার ৯৫১ বর্গকিমি। জনসংখ্যা তুলনামূলকভাবে খুবই কম মাত্র ৬০ লাখ ১৯ হাজার ৪৮০ জন। প্রতি বর্গকিলোমিটারে ২৭.৪ জন বাস করে।

সতর্কীকরণ বিজ্ঞপ্তিঃ

কিরগিজস্থানে ভর্তির ব্যাপারে প্রতারক হতে সাবধান ❌
কিরগিজস্থানে মেডিকেল ভর্তির নামে প্রচুর ভুয়া ও প্রতারক এজেন্সি ইতোমধ্যে অনেকের সাথেই প্রতারণা করেছে, নামে বেনামে ফেসবুক পেজ খুলে ধান্ধাবাজি শুরু করেছে অনেক প্রতারক ৷ অনেক এজেন্সী বা ব্যাক্তি বলতেছে যে ১২ লাখে এমবিবিএস কমপ্লিট বা ১৫ লাখে এমবিবিএস কমপ্লিট ৷
এসব প্রতারকদের ফাঁদ হতে সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো ৷

কিরগিজস্তানে কেন এমবিবিএস পড়তে যাবেন ?

 কিরগিজস্তানে ইউরোপিয়ান কারিকুলামে ৫ বছরে এমবিবিএস কমপ্লিট করানো হয়, যেখানে অধিকাংশ দেশেই ৬ বছর লাগে।
 BMDC ও WHO এর অনুমোদিত।
⮞ এমবিবিএস কমপ্লিট করে একই বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করার সুযোগতো রয়েছেই। তাছাড়া’ও ইউরোপ/আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও মাস্টার্স করা যাবে।
 বিশ্বের ১১ টা দেশের শিক্ষার্থীরা কিরগিজস্তানে ডাক্তারি পড়ছে।
ইউনিভার্সিটিতে অধ্যয়নকালীন সময়ে বিভিন্ন দেশের লাইসেন্স পরীক্ষার প্রিপারেশন ক্লাসের ব্যবস্থা রয়েছে। যেমন: BMDC, USMLE, PLAB, MCI

Application Materials:

1. Copy of Full Passport 

2. Digital Picture

3. Academic Transcript

4. Academic Certificate

5. English Language Proficiency Certificate.

6. Bank Statement

7. Police Clearance

8. Guardian’s Letter of Attorney (if the applicant is under 18)

9. Physical Examination Report

10. Personal Statement

 

 

আমাদের প্রতিষ্ঠান ডাক্তার দ্বারা পরিচালিত প্রতিষ্ঠান, যার কারনে ভর্তির পূর্বেই ক্যারিয়ার সম্পর্কে যাবতীয় ধারনা পাওয়া যায়। একমাত্র আমাদের ই রয়েছে কিরগিজস্থানে নিজস্ব অফিস, সরাসরি এয়ারপোর্ট পিকআপ থেকে শুরু করে পড়াশুনা শেষ হওয়া পর্যন্ত যে কোনো প্রয়োজনে সাহায্য করতে পারি ৷
শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি আমাদের একান্ত অনুরোধ, আমাদের মাধ্যমে আপনি সেবা গ্রহন করুন কিংবা না করুন একবার অন্তত আমাদের থেকে আসল তথ্যগুলো জেনে নিবেন ৷ কোন স্টুডেন্ট বা ব্যাক্তির মাধ্যমে ভর্তি না হয়ে সরাসরি বাংলাদেশী বৈধ্য এজেন্সী অফিসের মাধ্যমে এপলাই করুন ৷ বাংলাদেশে একমাত্র আমরাই ইউনিভার্সিটি নিযুক্ত প্রতিনিধি হিসাবে কাজ করে থাকি।
 
✅ আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিশ্চিত হওয়ার আগে আমরা কোনো টাকা নেই না ৷
✅ সকল ফি বিশ্ববিদ্যালয়ে পৌছানোর পর দেওয়া যাবে ৷
✅ সেপ্টম্বর সেশনে ভর্তির জন্য এখনি আমাদের সাথে যোগাযোগ করুন ৷
 
=========================
বিমান ভাড়া’র খরচ কেমন:
যাওয়া আসা ৬০০-৬৫০ ডলার এর মধ্যে।
=========================

Universities