⮞ বার্ষিক টিউশন ফি মাত্র ৩৪,০০০ ইউয়ান।
⮞ বার্ষিক ডরমেটরি ফি মাত্র ৫,০০০ ইউয়ান।
⮞ সংরক্ষিত ফরেন কোটা- তাই ভর্তি পরীক্ষা লাগবে না।
⮞ IELTS করার প্রয়োজন নেই।
⮞ বাংলাদেশের মত একই পাঠ্যক্রমে পড়াশুনা।
⮞ BMDC ও WHO অনুমোদিত।
⮞ মোট ৭০টি দেশের শিক্ষার্থীদের সাথে মেডিকেল অধ্যয়ন।
⮞ পর্যাপ্ত নিরাপত্তা সুবিধা সংবলিত বিশাল ক্যাম্পাস
⮞ ক্যাম্পাসের অভ্যন্তরে হোস্টেল সুবিধা ও খাওয়া-দাওয়া।
⮞ পড়াশুনার খরচ বাংলাদেশের প্রাইভেট মেডিকেল কলেজের চেয়েও অনেক কম
ঝেংঝু মেডিকেল বিশ্ববিদ্যালয় ১৯২৮ সালে প্রতিষ্ঠা লাভ করে এবং চীনের অন্যতম সেরা প্রদেশ হেনানে অবস্থিত। বর্তমানে বিশ্ববিদ্যালয়টি উচ্চতর মেডিকেল শিক্ষা, বৈজ্ঞানিক গবেষণা এবং বৃহৎ চিকিৎসা পরিষেবা নিয়ে নিজেকে আজ চায়না’র একটি অন্যতম প্রধান মেডিকেল বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ((এটি এশিয়া মহাদেশের মধ্যে তৃতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয় এবং চায়নার মধ্যে দ্বিতীয় বৃহত্তম এবং এটি পুরো পৃথিবীর রেংকিং এ 588 তম বিশ্ববিদ্যালয় )) উক্ত বিশ্ববিদ্যালয়ে বহু বাংলাদেশি শিক্ষার্থী সফলতার সাথে এমবিবিএস অধ্যয়ন করছে।
AR education offers high-quality services for recruiting prospective students. All our services are fairly maintained. At Our AR education pivot, we provide higher education consultancy and service since 2015. We visualize to be the most authentic and transparent consultancy and to be a gateway of your dream of studying abroad. We offer a one-stop service for your entire journey of finding a proper institution and completing the process of higher education.